মো হাছান, মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জে নতুন বছরে শিক্ষার্থী ভর্তি, ঝরে পড়া রোধ, পিছিয়ে থাকা ও স্কুল বিমূখ শিক্ষার্থীদের স্কুলমুখীকরন, বছরের শুরু থেকেই নিয়মিত পাঠদান ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অভিভাবক ও সুধিজনদের নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করেছে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গাফফার সুমনের সভাপতিত্বে উপজেলা সদরের লৎসর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মো. বেলায়েত হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য হাফেজ আহমেদ, শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম, মর্জিনা আক্তার মুন্নি, রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক মোসাম্মৎ রোকেয়া বেগম, মোহাম্মদ মজিবুল ইসলাম, রাশেদা আক্তার, সমাজসেবক হাজী আবু হেলাল, মৌলভী আবুল কাশেম, সমাজসেবক মো জয়নাল আবেদীন, সাবেক মেম্বার ইসমাইল হোসেন বাবুলসহ অভিভাক ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. মনিরুল ইসলাম।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com