মো হাছান, মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিপলাসার ইউনিয়ন সাইকচাইল গ্রাম উওর পাড়া হাজী বাড়ী দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আনুমানিক রাত ১১.৩০ মিনিটে।
ইউপি চেয়ারম্যান মো ইকবাল হোসেন বলেন, রাত সাড়ে এগারোটার সময় স্থানীয় কিছু লোক আমাকে বিষয়টি জানালে তাৎক্ষনিক ভাবে আমি উপজেলা প্রশাসনকে অবগত করে লোকজন নিয়ে ঘঠনারস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। একটি বসতঘর আগুনে একভাবে পুড়ে গেছে বাকী একটি ঘর আংশিক পুড়ছে। এতে দুটি বসতঘরের মোট ক্ষতি হয় আনুমানিক আট থেকে নয় লক্ষ টাকা হয়েছে।
ভুক্তভোগী মো ফজল মিয়ার দুছেলে মো হিরণ ও জাহঙ্গীর এর নিকট জানতে চাইলে তার জানান , বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিসংযোগটির সূত্রপাত হয়েছে । এতে আমাদের দুভাইয়ের বসতঘর আসবাবপত্র ও নগদ টাকাসহ মোট নয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল এর নিকট জানতে চাইলে তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া বসতঘর গুলো আমি পরিদর্শন করেছি । ক্ষতিগ্রস্তদের হাতে তৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নগদ অর্থ সহায়তা করেছি। জেলা প্রশাসকে অবগত করে আরো সহয়তা প্রধান করা হবে ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com