মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্বে ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম।
কর্মশালা অংশগ্রহণ করেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো কামাল হোসেন, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ খান (রাজু), সরসপুর ইউপি চেয়ারম্যান মো আবদুল মান্নান, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদে ইমাম ও স্থায়ীয় সাংবাদিকবৃন্দ।
কর্মশালা বক্তাগন মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে, সামাজিক অান্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষন করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com