মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
২৮ ফেব্রুয়ারী রাতে উপজেলার বিপুলাসার ইউনিয়ন জাউড়া গ্রাম রাস্তা টহলরত সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় একে আটক কর হয়।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আজ শনিবার মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ।
জানা যায়, ২৮ ফেব্রুয়ারী দিবাগত রাত প্রায় দশটায় বিপুলাসার শাইকচাইল মধ্য পাড়া জনৈক ইউনুস ট্রেইলার্স দোকানের সামনে রাস্তা থেকে ইয়াবাসহ ইউসুফ কে গ্রেফতার করেন সেনাবাহিনী। গ্রেফতারকৃত আসামির বাড়ি উপজেলার বিপুলাসার ইউনিয়ন জাওড়া গ্রামের মৃত আলী হোসেন ছেলে ।
পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যানুযায়ী মনোহরগঞ্জে টহলরত সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সহায়তায় তাকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শান্তুনু দেবনার্থসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শবিবার সকালে আসামীদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com