মো হাছান, মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মহোহরগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে মনোহরগঞ্জের পোমকাড়া এলাকার নজরুল ইসলামের টিনসেট বসত ঘরের খাটের নীচ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পোমকাড়া গ্রামের মৃতঃ আনোয়ার হোসেনর পুত্র নজরুল ইসলাম (৩৪)কে গ্রেফতার করা হয়।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিউল আলম জানান, গতকাল রাত ৯ টার দিকে মনোহরগঞ্জের পোমকাড়া এলাকা থেকে ৩৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মনোহরগঞ্জ থানা প্রতিষ্ঠার পর থেকে এর আগে এত মাদক উদ্ধার করা হয়নি। আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com