শাহাদাত হোসেন।।
পুলিশ পরিদর্শক মাহাবুল কবির মনোহরগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন। ৫ এপ্রিল রাতে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহন করেন।
এ সময় ভূতপূর্ব ওসি মো: মেজবাহ উদ্দীন ভূঞাঁ, নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাফর ইকবাল ও সাবেক মুক্তি্যোদ্ধা কমান্ডার আবদুল আজিজ সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, মাহাবুল কবির ২০০৬ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল কক্সবাজার টেকনাফ থানায়। এরপর তিনি কক্সবাজারের সদর থানায়, উখিয়া থানা,সিএমপির ডাবল মুরিং থানা, বন্দর থানা,খুলশী,কর্ণফুলী, পতেঙ্গা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা,সদর থানা,ডিবি, র্র্যাব ৭ সহ পুলিশের বিভিন্ন স্থানে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি ২০১৬ পুলিশের উপ-পরিদর্শক থেকে পদন্নোতি পেয়ে পুলিশ পরিদর্শক হয়ে কুমিল্লা জেলায় যোগদান করেন।
তিনি দীর্ঘদিন মনোহরগঞ্জ থানায় ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে সাবেক ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে জেলার লাকসাম থানায় অফিসার ইনচার্জ পদে পদায়ন করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে মনোহরগঞ্জ থানার নতুন ওসি মাহাবুল কবির মননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগীতা,মাদকমুক্ত মনোহরগঞ্জ,আইন শৃঙ্খলা পরিস্থিতিতি নিয়ন্ত্রন সহ জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রদত্ত দিক নির্দেশনা পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com