কুবি প্রতিনিধি।।
মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারনে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে আনুমানিক দিবাগত রাত পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহ একলিমুর রেজার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। ২০১৭ সালে তিনি কুবিতে পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com