সোনরিয়া আফরিন।।
হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধানশিক্ষক, এই জনপদের আলোর বাতিঘর জনাব মোঃ নুরুল ইসলাম বি. কম সাহেব এর আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। ১৯৩৭ সালের ১৪ ফেব্রুয়ারিতে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে জন্মগ্রহণ করা এই শিক্ষাগুরু ২০১৭ সালের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার এইদিনে গভীর শ্রদ্ধা ভরে তাঁর বর্ণিল কর্মময় জীবন স্মরণ করছি। মাগফিরাত কামনা করছি তাঁর বিদেহী আত্মার। আর দোয়া করি পরম করুনাময় আল্লাহতা'আলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
মানুষের শ্রদ্ধা ও ভালবাসার মানুষ জনাব মোঃ নুরুল ইসলাম বি.কম সাহেব তাঁর কর্মেই বেঁচে থাকবেন যুগযুগ। তাঁর অসংখ্য আলোকিত শিক্ষার্থী তাঁর স্মৃতিকে স্মরণে রাখবেন, ভালবাসায় সতেজ রাখবেন।
আজ তাঁর চলে যাওয়ার এইদিনে আমাদের বিনম্র শ্রদ্ধা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com