জহিরুল হক বাবু।।
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার সঠিক ও নিরপেক্ষ বিচারের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার বিমান দুর্ঘটনার বিষয়টি যথাযথ গুরুত্ব দিচ্ছে না এবং প্রকৃত তথ্য গোপন করছে। তারা আরও বলেন, "এটা শুধু একটি দুর্ঘটনা নয়, আমাদের নিরাপত্তা ও ভবিষ্যতের প্রশ্ন। আমরা চাই এর সঠিক বিচার হোক এবং দায়ীদের শাস্তি হোক।"
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com