সোনিয়া আফরিন।।
মানুষ মানুষের জন্য। পরের উপকারে নিজেকে উৎসর্গ করাই জীবনের স্বার্থকতা। কুমিল্লার হোমনায় মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে করোনাকালীন সময়ে শ্বাসকষ্ট রোগীর পাশে দাঁড়ালেন শিউলি আক্তার সুমা। তিনি দর্জি কাজ করে যে টাকা পাইতেন তা মাটির ব্যাংকে জমা রাখতেন। সেই অর্থ দিয়ে শুক্রবার মানবিক সংগঠন হাঁড়ির খোজে বাড়িকে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। সুমা হরিপুর গ্রামের মোস্তফা ব্যাপারীর মেয়ে।
শিউলি আক্তার সুমা বলেন,আমি অনেক কষ্ট করে দর্জির কাজ করে টাকা গুলো জমিয়েছি। যখন হাড়ির খোজে বাড়ির ফেসবুকে দেখতে পেলাম শ্বাসকষ্ট রোগির জন্য সাহায্য দরকার ওঅক্সিজেন সিলিন্ডার দরকার। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার জমানো অর্থ মানুষের কল্যানে বিলিয়ে দিব। আমি এ টাকা দিতে পেরে আনন্দিত। ভবিষ্যতে আরো সহযোগিতা করব ইনশাল্লাহ। তবে দূর্যোগ মুহুর্তে প্রত্যেক বিত্তবানদের মানব সেবায় এগিয়ে আসা উচিত।
অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদানকালে হাড়ির খোজে বাড়ির পরিচালক আবদুস সালাম ভূইয়া, সাংবাদিক মো. আইয়ুব আলী,কবি দেলোয়ার,তিতাস ইউএনও অফিসের অফিস সহকারী মাহবুবুর রহমান ও দাতার পিতা মোস্তাফা ব্যাপারী এ সময় উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com