সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা থানা পুলিশ সম্প্রতি ৪২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় হোমনা থানা পুলিশকে পুরস্কৃত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম(বার)।
আজ মঙ্গলবার, আইজিপি’র দেয়া পুরস্কারটি কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) হোমনা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নিকট হস্তান্তর করেন। উদ্ধার কাজে যারা অবদান রেখেছেন তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় হোমনা থানার ওসি(তদন্ত) রিপন বালাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হোমনা থানা অফিসার-ইন-চার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘মাননীয় আইজিপি স্যারের এই পুরস্কার আমাদের কর্মস্পৃহা বৃদ্ধি করতে সহায়তা করবে। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) স্যারের প্রতি।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com