মোঃ রবিউল আলম, মালদ্বীপ থেকে।।
নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুহাম্মদ মুইজ্জুর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
রোববার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিচয়পত্র পেশ শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ড. নাজমুল ইসলাম দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন। উভয় পক্ষই এ সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রাষ্ট্রপতি ড. মুহাম্মদ মুইজ্জু নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তার মেয়াদকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।