
স্টাফ রিপোর্টার।।
মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালেতে ম্যানহাটন বিজনেস হোটেলের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাদের এবং সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন প্রবাসী সাংবাদিকদের প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করা জরুরি। রাজনীতিবিদদের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি সাংবাদিকদের সহযোগিতাও অপরিহার্য।
এছাড়া বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, অফিস সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান এবং আইল্যান্ড শাখা কমিটির সহ-সভাপতি আব্দুল গুফরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মধ্য দিয়েই প্রবাসী রাজনীতিবিদ ও সাংবাদিকরা আগামীর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com