স্টাফ রিপোর্টার।।
বর্ণাঢ্য আয়োজনে মুক্তি পেলো কুমিল্লার তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলো সাহা আল্পনার গাওয়া গানের মিউজিক ভিডিও ‘মন তবু তোমাকে চায়’।
গানটির মোড়ক উন্মোচন উপলক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিলো আলো সাহার আল্পনার নিজের ব্যান্ড এ এন্ড এফ এর মিউজিক পারফরম্যান্স, প্রদীপ প্রজ্জ্বলন,নৃত্য, কেক কাটা পর্বসহ বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্য। এছাড়াও ঢাকা থেকে আগত ডান্স গ্রুপের পরিবেশনা।
এ বিষয়ে জানতে চাইলে সঙ্গীত শিল্পী আলো সাহা আল্পনা জানান, আমার বেশ আনন্দিত। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা গাওয়া মৌলিক গান ‘মন তবু তোমাকে চায়’ এর রিলিজ হয়েছে। একই ধারাবাহিকতায় আগামী কয়েকদিনের মধ্যে আমার গাওয়া আরো তিনটি গান রিলিজ হবে।
,‘মন তবু তোমাকে চায়’ গানটির গীতিকার এস দাস, সুরকার এস দাস এবং রাশেদ মজুমদার। গানের কম্পোজার ভারতের প্রতীক প্রধান। অডিও স্টুডিও: দ্য সাউন্ড স্টুডিও ইন্ডিয়া।
আলো সাহা আল্পনা জানান, ‘মন তবু তোমাকে চায়’ গানটির রেকর্ডিং হয়েছে ভারতে, মিক্স বম্বেতে। গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কক্সবাজার এবং টেকনাফে। মিউজিক ভিডিও ডিরেক্টর সাফায়েত বাঁধন এবং কো-ডিরেক্টর নূর জাহান ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর, চিকিৎসক তৃপ্তিশ চন্দ্র ঘোষ, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ, টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন। উপস্থাপনা করেন প্রভাষক সিলতানা পারভীন দিপালী।