মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার মেয়ে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
রবিবার নগরীর ছাতিপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার শফিউল আহাম্মদ বাবুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, সহকারী কমান্ডার ফজলুর রহমান, জামাল খাঁন, নজির আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কামন্ডার সহিদ আহমেদ বাবুল, তাসলিমা সুলতানা, আজিজুল রহমান সেলিম, মোশারফ হোসেন সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধার সন্তান কলেজ ছাত্রী মুনিয়ার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। হত্যকারী প্রভাবশালী বিধায় পুলিশ তাঁকে আটক করছে না। অন্যদিকে হত্যাকারীর পক্ষ থেকে মুনিয়ার বোন নুসরাতকে মোবাইল ফোনে হুমকী দেয়া হচ্ছে।
দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেফতারের দাবী করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গুলশান থানায় বসুন্ধরা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com