মনির খাঁন, মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতে মাটিকাটার ৪টি ড্রেজার মেশিন সহ ৪শ’ টি মাটি সরবরাহের পাইপ জব্দ করা হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মকলিশপুর, যোগেরহিল, দৌলতপুর, দিঘীরপাড়, কাগাতুয়া, ব্রাহ্মন-চাপিতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
এসময় ৪টি ড্রেজার মেশিন সহ ৪শ’টি পাইপ জব্দ করা হয়। জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি ক্রয় বিক্রয় করে আসছেন একটি চক্র। এসব মাটি ক্রয়-বিক্রয়কারী চক্রের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন ও পাইপ জব্দ, জেল ও জরিমানা করে আসছি। এ উপজেলার কৃষিজমি রক্ষায় আগামীতে ও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com