মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে জাতীয় ইঁদুর নিধন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফয়জুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম, মোঃ আলাউদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রদীপ কুমার সাহা, কৃষক প্রতিনিধি শামসুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে অর্ধশতাধিক কৃষকের মাঝে ইঁদুর ধরার ফাঁদ বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com