মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে নবম শ্রেণির ছাত্রী দিনা আক্তারের (১৫) বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার জাহাপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে দিনা আক্তারের সঙ্গে পাশ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের এক যুবকের বিয়ে সম্পন্ন হওয়ার আগে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বিষয়টি জানতে পারেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। পরে তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আওয়াল, মুরাদনগর থানা পুলিশ, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গ্রামপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহটি বন্ধ করেন।
এ সময় মেয়েটির অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় যে, মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁরা বিয়ে দেবেন না। পাশাপাশি বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত রাখা খাদ্যসামগ্রী নিকটবর্তী একটি এতিমখানায় প্রদান করতে নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “দিনা আক্তার এখনো প্রাপ্তবয়স্ক নয়। তাই আমরা বাল্যবিবাহটি বন্ধ করেছি। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”