মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে "কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র" স্লোগানকে সামনে রেখে ‘কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার সকালে মুরাদনগর থানা প্রাঙ্গন থেক একটি র্যালি বের করে মুরাদনগর থানা পুলিশ। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদনগর থানায় এসে তা শেষ হয়। র্যালিতে ‘কমিউনিটি পুলিশিং ডে’ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল বারী ইবনে জলিল, এসআই আব্দুল হামিদ বিপিএম, এসআই আবু হেনা মোস্তফা রেজা, এএসআই বেদার হাওলাদার প্রমুখ। এছাড়াও কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com