মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও কোভিড-১৯ এ অসহায়, কর্মহীন দুস্থ মানুষকে সহায়তার লক্ষে উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীন অসহায় ও দুস্থদের মধ্যে বৃহস্পতিবার রাতে খাদ্য সামগ্রী বিতরন করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল ও মুরাদনগর সাব জোনাল এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলার ৩৭০টি পরিবারকে চাউল ৫কেজি, মসুরডাল ১কেজি, সয়াবিন ১লিটার, আলু ২কেজি ও ১কেজি করে লবন প্রদান করা হয়। উপজেলার মুরাদনগর সদরে, রামধনীমুড়া, রহিমপুর, ভূবনঘর,পরমতলা, ঘোড়াশাল, ধনীরামপুর, দিলালপুর,হিরারকান্দা সহ উপজেলার অন্যান্য গ্রামে বৃহস্পতিবার রাতের আধারে তালিকানুযায়ী বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মুরাদনগর সাব জোনালের এ জি এম মো: ফরিদ উদ্দিন ও তার সহকর্মীবৃন্দ।
এ বিষয়ে এ জি এম মো: ফরিদ উদ্দিন বলেন পরিশ্রম হলেও এ কাজে ভালো লেগেছে। দেশের বিত্তবানরা এ সময়ে অসহায়দের সহায়তায় সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com