মনির হোসাইন।।
তীব্র গরমে সাধারণ জনগণ যখন জীবিকার তাগিদে তাপদাহ্ এর মধ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে সময় কাটাচ্ছে, ঠিক তখন খেটে খাওয়া যানবাহন চালক ও পথে চারি পরিবারের সঙ্গে থাকা কোমলমতি শিশুরা চলাচলকারী জনগণের তৃষ্ণা মেটাতে ফ্রী শরবত পরিবেশন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমী তরুন ওলামা পরিষদ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের আল্লাহু চত্বরে পথচারী, সিএনজি ও অটোরিকশার ড্রাইভারদের মাঝেও বিশুদ্ধ ঠান্ডা পানি মিশ্রণে তৈরি দেবুর শরবত বিতরন করা হয়েছে।
এই ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তরুণ ওলামা পরিষদের নেতৃবৃন্দরা জানান, মানবতার কল্যাণে মুরাদনগর কওমী তরুণ ওলামা পরিষদ সব সময় কাজ করে যাচ্ছে। তীব্র গরমে ক্লান্ত পথচারী ও শ্রমজীবী মেহনতি মানুষদের কিছুটা তৃষ্ণা মেটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তারা আরো জানান, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছু দিন এমন উদ্যোগ নেয়া হবে।
শরবত বিতরণে অংশগ্রহণ করেন মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুফতি মাহমুদ হাসান , মুফতি বোরহান উদ্দিন , মুফতি নুর উদ্দিন , মুফতি জহিরুল ইসলাম , মুফতি তারেক মাহমুদ , মাওলানা নাঈম সরকার, এইচ এম সজীব , মাওলানা আবুল বাশার , মাওলানা সাইয়্যেদুল বাশার প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com