মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে রাজীয়া আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার বিকেলে উপজেলার ধামঘর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং ধামঘর শাহ কাজেম আলীম মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। নিহতের মা শাহারা বেগম বলেন, গত ৬মাস যাবত আমার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিল।
এই সমস্যার পর থেকে সে বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আজকে বাড়িতে কেহ ছিলো না, মেয়েকে বাড়িতে রেখে আমি আমাদের পুরাতন বাড়িতে যাই। এরই ফাঁকে মেয়ের বাবা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে অন্য দরজা দিয়ে ঘরে প্রবেশ করে দেখে মেয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
পরে স্থানীয়রা রাজীয়া আক্তারকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামে মৃত ঘোষনা করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com