মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্ভর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হুদা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
মেলায় সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ,উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মেলায় ২৫ টি স্টলে উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল, এছাড়া ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক উদ্ভাবনী অলিম্পিয়াড প্রদর্শন করা হয়। এরপর মেলার স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com