
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদকসহ মোট ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুরাদনগর উপজেলার নিমাইকান্দি গ্রামের মৃত মতিউর রহমান মাস্টারের ছেলে ও মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান হেলাল (৫৫), নবীপুর গ্রামের মৃত কাজী আবুল বাশারের ছেলে ও মুরাদনগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন (৪৩), উত্তর ত্রিশ গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে ও নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সুমন মিয়া (৪৪) এবং পৈয়াপাথর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ তফসির আহমেদ প্রকাশ রাব্বি (২৬)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com