মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদরে ডি,আর, সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও ৩৮টি স্টল পরিদর্শন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমিন,স্টল পরিদর্শন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঞা জনী এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা গোলাম মুস্তাফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকতা মোঃ নাজমুল হুদা,জেলা ভেটেরেনারি অফিসার ডা: সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,মোহাম্মদ আলী, উদ্যোক্তা ফুলবানু বাসার,প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল বারি খাঁন, সাংবাদিক আহসান হাবীব শামীম, মুরাদনগর সদর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।প্রমূখ। আলোচনা সভা শেষে তিন ক্যাটাগোরীতে ৯জন ও বিশেষ ক্যাটাগোরীতে ৩ জনকে পুরুস্কৃত করেন এবং সনদ প্রদান করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com