
মনির হোসাইন।।
"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি" এ প্রতিপাধ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর)সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কার্যাালয়ের আয়োজনে, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষিকর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু,মুরাদনগর থানা অফিসার ইনচার্জ জাহিদুর রহমান, এই প্রদর্শনীতে ৩০ টি স্টল অংশগ্রহণ করেন যার মধ্যে গাভী,ষার,বাছুর গাড়ল ব্ল্যাক বেঙ্গল ছাগল, বিভিন্ন সৌখিন পাখি, দেশীয় হাঁস মুরগি এবং দেশীয় প্রজাতির বিভিন্ন যন্ত্রপাতি, খাবার দোকান ও ভেটিরিনারি ওষুধের স্টল।
এই প্রদর্শনীতে ছাত্র জনতা ছিল চোখ পরার মত এই প্রদর্শনীতে মোট পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com