মনির খাঁন মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আন্দিকোট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আন্দিকোট ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।
আন্দিকোট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমরান আহম্মেদ রিপন এর সঞ্চালনায় ও আন্দিকোট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহব্বায়ক নাউম খাঁন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্মআহব্বায়ক আব্দুল্লাহ নজরুল।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি আবু নাসের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি গোলাম সারোয়ার চিনু, সাবেক আন্দিকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক সরকার।
এসময় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আপনারা কর্মী তৈরি করুন, যত বেশী কর্মী হবে যুবলীগ ততই বেশী শক্তিশালী হবে। যুবলীগের উদ্দেশ্য মানুষের পাশে থেকে তাদের কল্যানে কাজ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। যুবলীগে কোনো অনুপ্রবেশকারী ও দুষ্কৃতিকারী যেনো প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আপনারা এমন কর্মী বা নেতা তৈরি করবেন যারা আপনাকে অনুসরন করবে এবং দলের সুনাম বয়ে আনবে। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন, মো: খোকন,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, মো: জাহাঙ্গীর, মো: সাগর, মো: মোস্তফা, শেখ রফিক, মো: সজল প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com