মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মহা শ্মশানের পূননির্মাণ কাজ ও গীতা যজ্ঞ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বাংগরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে মহা শ্মশানের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও বীর মুক্তিযোদ্ধা আরমা দত্ত এমপি।
ডা. নরেশ চন্দ্র পালের সভাপতিত্বে ও শিক্ষক গৌতম আচার্য্যরে সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড,আহসানুল আলম সরকার কিশোর, নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর, অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) বাবু চিত্ত রঞ্জন পাল, রামচন্দ্রপুর মহা শ্মশানের সাধারণ সম্পাদক বাবু সমীর সাহা, বাবু বলাই পোদ্দার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুরউত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল সরকার, সুবল বনিক, বাবু সমীর সাহা, স্বরূপ রতন দত্ত দয়াল মনি, বাবু দুলাল সাহা, বাবু রাজীব কুমার সাহা, সঞ্জিত পোদ্দার, অসিত বরন শংকর, শ্যাম্ভু সাহা, অনুপম দেবনাথ প্রমূখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com