
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়েছে মারুফা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে বিষ্ণুপুর এলাকার একটি মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থী মারুফা আক্তার মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগম দম্পতির মেয়ে।
শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মারুফা। কিন্তু মাদ্রাসা ছুটি হওয়ার পরও বাসায় ফেরেনি। আত্মীয়স্বজনের বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”
নিখোঁজ হওয়ার সময় তার গায়ে কালো রঙের বোরকা ছিল বলে জানান তিনি।
মারুফার পরিবার জানিয়েছে, তার কোনো সন্ধান পেলে ০১৬১৬-৫৫৬২৩১ অথবা ০১৭৯২২৭৮৪৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে এবং দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com