মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে ৪৫০ পিস ইয়াবা সহ মোঃ রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার মোচাগড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মোঃ রাসেল মুচাগড়া গ্রামের মৃত.ইমাম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোচাগড়া এলাকায় সেনাবাহিনী অভিযান চালায়। খবর পেয়ে এসআই জালাল আহমেদের নেতৃত্বে মুরাদনগর থানার একদল পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় মোচাগড়া বাজার সংলগ্ন আলীম মিয়ার তিনতলা ভবনের বাসায় তল্লাশি চালিয়ে মোঃ রাসেল এর শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ৪৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির নগদ ৩৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com