মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে শিখন ঘাটতি নিরাময় ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকল্পে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
প্রথমে এ উপজেলার ২০৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরে কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে দিনব্যাপী মতবিনিময় করেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরি প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com