মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার আকুবপুড় ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত৷ অভিযান চালিয়ে সাতটি ড্রেজার মেশিন জব্দসহ ৪'শ পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর থেকে রাত্র পর্যন্ত মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব্দসহ পাইপ বিনষ্ট করা হয়।
স্থানীয়রা জানান,আকুবপুড় ইউনিয়নের মেটংঘড় ও কড়ইবড়ি এলাকায় ড্রেজার ব্যবসায়ীরা কয়েক বছর ধরে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসিতেছে। কিন্তু ড্রেজার ব্যবসায়ীরা কোন বাধাই মানে না। উপায়ান্তু না দেখে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।
পরে অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে থেকে রাত পর্যন্ত আকুবপুড় ইউনিয়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ড্রেজার ব্যবসায়ীর সাতটি ড্রেজার জব্দ ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ৪'শ পাইপ বিনষ্ট করা হয়। এ সময় উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভূমিখেকো, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান পরিচালনা করে আসছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com