
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় পুলিশ ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মো. কাউছার (২৮), সিন্টু মিয়ার ছেলে মো. ইসমাইল (৩২) এবং ছাহেদ মিয়ার ছেলে মো. মাছুম (১৯)।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিংওয়াই মারমা সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াশাল–শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামিদের হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com