মুরাদনগর প্রতিনিধি।।
‘স্বেচ্ছায় রক্তদান, বন্ধনে জাগোক প্রাণ’ এ শ্লোগানে প্রতিষ্ঠিত ২০১৮ সালে বন্ধন সংগঠনটি শুক্রবার এক আলোচনা সভা করেছে। এ পর্যন্ত ৪শ’ জন অসহায় রোগীকে সফল ভাবে রক্তদান উপলক্ষে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি হাসনাত জামানের সঞ্চালনায় সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি নাজিম উদ্দিন ভুইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ড. মনিরুজ্জামান, প্রভাষক দ্বীন দয়াল পাল, প্রভাষক আজিজুর রহমান রনি, প্রদর্শক সোহেল রানা, বন্দনের উদ্যোক্তা মমিন সরকার, আরিফুল ইসলাম। এতে বন্ধনের ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন এবং বন্ধনকে আরো মানবিক ও শক্তিশালী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সাদেকুল ইসলাম বলেন, বন্ধনের সকল সদস্য মানবিকতার পরিচয় দিয়েছে। তাদেরকে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এগিয়ে আসতে হবে। সেজন্য নিজেদেরকে মাদক মুক্ত থেকে নৈতিক মূল্যবোধের আদলে নিজেকে তৈরী করতে হবে। এক ফোটা বিশুদ্ধ রক্ত যেমন একটি পরিবারে হাঁসি ফোটাতে পারে, তেমনি মাদক মুক্ত সমাজ বদলে দিতে পারে একটি দেশের চিত্র।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com