মনির হোসাইন।।
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।
মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি উপজেলা পরিষদে নজরুল মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ।
বুধবার সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাছান খাঁন,কূষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, একাডেমিক সুপারভাইজার কুহিনূর আক্তার,রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার ১৬ টি স্কুল,৭ টি কলেজসহ ৫৪ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com