মনির হোসাইন।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি অডিটোরিয়ামে এ মিলনমেলার আয়োজন করে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ।
জাহিদ হাসানের সভাপতিত্ব এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুল আমিন চৌধুরী নোমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুরাদনগর স্টুডেন্ট অর্গানাইজেশন সফুর ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম, টিপু সুলতান, রবিউল আউয়াল টিপ, ইউসুফ, মামুন হাসান, মাইনুল ইসলাম, রাশেদ খান, আরিফুর রহমান, মাসুম ভূঁইয়া, রায়হান সহ ১ম ব্যাচ থেকে ১৮তম ব্যাচ পর্যন্ত মুরাদনগরস্থ সকল শিক্ষার্থীরা।
প্রধান অতিথি নাছির উদ্দিন বক্তবে বলেন, সবাই মুরাদনগরের শিক্ষা সহ সকল উন্নয়নে কাজ করতে চাই। মুরাদনগরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ভবিষ্যতে তাদের কর্মসংস্থান সহ প্রতিটি পরিবারে শিক্ষার আলো পৌঁছে দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মুরাদনগর সকল ছাত্র-ছাত্রীরা কাজ করার আহবান জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com