কুবি প্রতিনিধি।।
মাটির মানুষ মাটির কাছাকাছি থাকি, মৃৎশিল্পকে ধারণ করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পেইন পরিচালনা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের
শিক্ষার্থীদের একটি দল 'শিকড়'।
গত ১২ ও ১৮ মে সালমানপুর গ্রামে মৃৎশিল্পের ঐতিহ্যকে জনগণের সামনে তুলে ধরতে এই সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন তারা।
ক্যাম্পেইন পরিচালনার অংশ হিসেবে শিক্ষার্থীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে মাটির পাত্র ব্যবহারের উপকারিতা সম্পর্কে অবগত করেন। এমনকি এই তীব্র গরমে মাটির কলসে পানি পান করানোর একটি কর্মসূচি গ্রহণ করে তারা। যার মাধ্যমে তৃষ্ণার্ত পথচারীদের সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়। ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে জানানো হয়, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, নিকেল এবং ক্রোমিয়ামের মতো ধাতব পাত্রে রান্না করলে খাবার ধাতুর সংস্পর্শে এসে অস্বাস্থ্যকর হয়ে পড়ে। এমনকি মাটির পাত্র কিছুটা ক্ষারীয় প্রকৃতির হওয়ায় এটি খাবারের এসিডের সঙ্গে বিক্রিয়া করে পিএইচ ভারসাম্যকে নিরপেক্ষ করে এবং খাবারকে স্বাস্থ্যকর করে তোলে।
এই ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে মানুষজন মাটির জিনিস ব্যবহারে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জনসংযোগ কোর্সের দল “শিকড়”।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com