কাজী খোরশেদ আলম।।
২২ মার্চ বুধবার বিকালে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে এক মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বুড়িচং বাজারের বসুন্ধরা মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা সরকারী হাসপাতাল মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, বুড়িচং দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ মুহাম্মদ আবদুল জব্বার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম, বুড়িচং এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ সুজন, রংধনুর সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, সোলাইমান পাটোয়ারী, তারেকুল ইসলাম পিয়াস, জামাল হোসেন, আবদুল হান্নান প্রমুখ।