সাইফ বাবু।।
বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন-৩২৮২, বাংলাদেশের ডিআরআর নির্বাচিন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে রোঃ জাহেদ হোসাইন (২০২৪-২৫) রোটারী বর্ষের ডিআরআর নির্বাচিত হয়েছেন। গত ৩ জুন কুমিল্লার ফান টাউন হলে ১০ম রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স ইমাজিনেশনের দ্বিতীয় দিনে ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে রোটার্যাক্ট ক্লাব অফ চিটাগাং সাউথের সাবেক সভাপতি রোঃ জাহেদ হোসাইন চৌধুরী ১৬৮ ভোটের মধ্যে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাংয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত পেয়েছেন ৭৬ ভোট।
কনফারেন্সের সমাপনী পর্বে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রোটাঃ লুৎফর বারী চৌধুরী ও অন্যান্য কমিশনারগণ এবং জেলা গভর্নরের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।
ফল ঘোষণা করার পর নবনির্বাচিত ডিআরআর ২০২৪-২৫ জাহেদুল ইসলাম চৌধুরী তাঁর সময়ে তিনি পরাজিত প্রার্থীসহ সকল রোটারেক্টদেরকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com