মোঃ বাছির উদ্দিন।।
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে গত মঙ্গলবার রাতে রোজায় ডায়াবেটিক রোগীর চিকিৎসা এবং সবার জন্য সুস্থ কিডনি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় এডভোকেট আ.হ.ম তাইফুল আলমের সভাপতিত্বে ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মফিজুর রহমান বাবলু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম। আলোচনা করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডাক্তার জান্নাত ফেরদৌসি বিথী।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আলোচনা করেন কুমিল্লা মেডিকেল কলেজের কিডনি বিশেষজ্ঞ ডাক্তার জহির উদ্দিন, ডাক্তার আব্দুল লতিফ, ডাক্তার দিলরুবা আক্তার। উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মফিজুল ইসলাম, এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, ডাক্তার আবদুল সেলিম, ডাঃ আবদুল আল হাসান, ডাঃ জহির উদ্দিন, ডাঃ আবদুল লতিফ, ডাঃ গোলাম মোস্তফা, ব্রাহ্মণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, এডভোকেট ফাহমিদা জেবিন, এডভোকেট রেজাউল করিম, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, এডভোকেট জাহানআরা বেগম, এডভোকেট মাহবুব আলম, এডভোকেট আবুল হাসেন জুয়েল, সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, ডায়াবেটিস হাসপাতালের দায়িত্বে রফিকুল ইসলাম খোরশেদ।
অনুষ্ঠানে ডাঃ যোবায়দা হান্নানকে মরণোত্তর আপনজন সম্মাননা এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীকে আপনজন সম্মাননা দেওয়া হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com