নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
রোটারী আন্তর্জাতিক জেলা -৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরীর কর্মপরিকল্পনা বাস্তবায়নে বৃক্ষরোপণ সাপ্তাহ উদযাপন উপলক্ষে রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জুলাই) নগরীর ২২নং ওয়ার্ডের হিরাপুরস্থ কুমিল্লা সিটি স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা সাউথের সভাপতি রোটারিয়ান তাপস কুমার পাল, সেক্রেটারী রোটারিয়ান আনোয়ার মজুমদার, রোটারিয়ান আব্দুল কাদের ভুলু (এসিস্ট্যান্ট গর্ভনর), রোটারিয়ান মহসীনউজ্জামান (ডেপুটি গভর্নর), রোটারিয়ান আব্দুস সালাম আহমেদ (সহ-সভাপতি)।
এ সময় কুমিল্লা সিটি স্কুলের প্রিন্সিপাল মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান ফয়সাল আহমেদ, গর্ভনর স্পেশ্যাল রোটার্যাক্ট রিপ্রেজেন্টিটিভ সাজ্জাদ হোসেন এবং রোটার্যাক্টর ওমর ফারুক চৌধুরী, তানভীর আহমেদ, আব্দুর রাহিম অনিক,নাজমুল হাসান, হিরন, আবু সাঈদ, নোমান অন্যান্য রোটার্যাক্ট বৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com