লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে পৃথক অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভার মিশ্রী ও খুন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, লাকসাম থানার সেকেন্ড অফিসার এসআই মনোজ কান্তি কুরির নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে এগারোটায় অভিযান চালিয়ে খুন্তা এলাকা থেকে ১৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোহাম্মদ আলীকে (৪০) আটক করে।
পরে শহরের মিশ্রী এলাকা থেকে একশ গ্রাম গাঁজাসহ ওমর আকবর ফয়েজ (২৫) নামে অপর মাদক কারবারি কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের শেষে শনিবার (২৪ এপ্রিল) কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com