নিউজ ডেস্ক।।
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন থেকে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোর টুল ভ্যানের কোটি টাকার মালামাল চুরির ঘটনায় এক ভাঙারি ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে রেলওয়ের কর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
আটকরা হলেন- লাকসাম রেলওয়ে জংশনের পাশের পাইকপাড়া গ্রামের আফসারুল ইসলাম (২২), একই গ্রামের সাগর (২৩) এবং উপজেলার পাশাপুর গ্রামের ভাঙারি ব্যবসায়ী নূরে আলম (৩০)।
লাকসাম রেলওয়ে জংশনের একাধিক কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বহন ও সংরক্ষণে বিশেষ বগি বা টুল ভ্যান ব্যবহার করা হয়। বগিটি দীর্ঘদিন ধরে লাকসাম রেলওয়ে জংশনের উত্তর পাশে সংরক্ষিত একটি পকেট লাইনে রয়েছে।
২৬ অগাস্ট ৪ নম্বর আপ সমতট এক্সপ্রেস ট্রেনের ৪০১ নম্বর কোচ-এসের সেলভেজ করার জন্য জ্যাক স্ক্রুসহ মালামাল আনতে টিএক্সআর কফিল উদ্দিন ও ফিডার স্টাফ হরেকৃষ্ণ গিয়ে দেখেন ভ্যানের তালা ভাঙা। পরে তালা খুলে দেখেন টুল ভ্যানে জেনারেটর ও কাঠের কয়েকটি স্লিপার ছাড়া কিছুই নেই।
মালামাল চুরির ঘটনায় ওই দিন রাতেই অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় একটি মামলা করেন লাকসাম রেলওয়ে জংশনের হেড টিএক্সআর জাকির হোসেন। পরে বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও করে রেলওয়ে কর্তৃপক্ষ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com