লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম পৌরসভা ৫ নং ওয়ার্ড পশ্চিমগাও থেকে রিয়াজুল ইসলাম রাসেল নামক ১ মাদক ব্যবসায়ীকে ২০ পিচ মরণ নেশা ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
মাদক মুক্ত লাকসাম-মনোহরগঞ্জ রাখার লক্ষে বৃহস্পতিবার লাকসাম থানা পুলিশের বিশেষ অভিযানে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলা সহকারী পুলিশ সুপার সিনিয়র এএসপি লাকসাম সার্কেল মহিতুল ইসলামের দিক নির্দেশনায়, লাকসাম থানার ওসি (তদন্ত) মাসুদ খানের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) মাকসুদ ও সঙ্গীয় ফোর্স।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com