মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। স্কুলের সভাপতি মোঃ সামছুল ইসলাম মালু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ড. এস.এম জাহাঙ্গীর আলম, দাতা সদস্য মমতাজ বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, বিজিবি'র নন কমিশনার অফিসার মোঃ রফিকুল ইসলাম, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ শরীফ খান, আবুল কাশেম মাষ্টার। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।