নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শহরতলীর বিভিন্ন এলাকায় বহিরাগতদের নিয়ে ব্যাপক শো-ডাউন ও শক্তি প্রদর্শনের প্রতিযোগীতা লক্ষ্য করা গেলেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে শহরতলীর বদরপুর এলাকায়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা বহিরাগতমুক্ত শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। গত বুধবার রাতে বদরপুর এলাকায় আয়োজিত স্থানীয় বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল।
নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজা রাখার লক্ষ্যে এলাকার সুশীল সমাজ মেম্বার পদে প্রতিদ্বন্ধি দুই মেম্বার প্রার্থী আবদুল মতিন, বাবলু মিয়া এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সোনিয়া আক্তারকে নিয়ে স¤প্রতি সভা আয়োজন করেন। প্রতিদ্বন্ধি প্রার্থীরা প্রত্যেকেই শান্তিপুর্ন, অবাধ এবং বহিরাগতমুক্ত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অঙিকার করেন। এছাড়া নির্বাচনে এলাকাবাসীর রায় মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও প্রতিজ্ঞা করেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাজি শাহাদাত হোসেন, বদরপুর প্রাইমারি স্কুলের সভাপতি হোসেন মিয়া রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নুরে আলম সেলিম প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বর্তমান আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com