ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'ইস্পাহানীয়ান পরিবার’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৩তম আবর্তনের শারাফাত হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের রাজিব খান।
১৮ সেপ্টেম্বর (বুধবার) মডারেটর মোহাম্মদ ওমর ফারুক, সাবেক সভাপতি মে: রাকিন মাহতাব বনী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ১৩ আর্বতনের সামিউল ইসলাম জিসান, সাঈদ বিন মামুন, নাফিজ আহমেদ ভূইয়া, কানিজ ফাতেমা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ১৪ আর্বতনের হাসিন মাহতাব মাহিন, মেহেদী হাসান সজিব, সাদিয়া ইসলাম এবং ১৫ তম আর্বতনের কাজী জুহায়ের আনান লাজিম।সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের ইমরুল হাসান রাহাত, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের তাসমিয়া তানহা, আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের মো: সামিউল আলম,প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৫ তম আর্বতনের আল ফাহিম, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ১৬ তম আর্বতনের বিল্লাল হোসেন,উপদপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ১৬ তম আর্বতনের মেহেদি হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন ১৬ তম আবর্তনের মাহিয়া মুসাওয়াত অর্চি।
এছাড়া কার্যনিবার্হী সদস্য হিসেবে রয়েছেন ১৬ তম আর্বতনেরফয়সাল আহমেদ, সাদিয়া কামাল বর্ষা, লায়লা তারান্নুম, উম্মে ইসা ও ১৭ তম আর্বতনের শাকিলা সুলতানা ঊর্মি।
উল্লেখ্য, আগামী ছয় (৬) মাসের এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com