মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে চিতোষীর ইনসাফ জেনারেল হাসপাতাল এর পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে (বুধবার ২০২৫) কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানায় চিতোষী ডিগ্রী কলেজ গেইট সংলগ্ন মাহফুজ টাওয়ারে অবস্থিত ইনসাফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন এলাকার দূর-দূরান্ত থেকে আগত রোগীদেরকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।
এতে ৩জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ডা: মো: আবু জাফর এমবিবিএস, এফসিপিএস-কার্ডিওলজী (শেষ পর্ব) পিডিটি (মেডিসিন), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিসিন ও হৃদরোগ চিকিৎসক ডা: বিলকিস আক্তার মুক্তা এমবিবিএস (ঢাকা), পিজিটি (গাইনী এন্ড অবস্) পিজিটি (আল্ট্রা), ঢাকা মেডিকেল কজেল হাসপাতাল গাইনী, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা চিকিৎসক ডা: মো: শাহিন উদ্দিন এমবিবিএস (সিইউ), পিজিটি (মেডিসিন), এফসিপিএস (শিশু) এফপি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নবজাতক, শিশু ও কিশোর রোগের চিকিৎসক।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন ইনসাফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন।
ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন জানান দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১শত ৭০জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন ইনসাফ জেনারেল হাসপাতালে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com