
মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে মেহের গোদা খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার ( ৬ আগষ্ট) দিনব্যাপী উপজেলার ঠাকুর বাজারে উচ্ছেদ অভিযানের মাধ্যমে দুটো ভবন ভেঙে উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঠাকুর বাজারের মাঝ দিয়ে বয়ে যাওয়া মেহের গোদা খালের দু’পাশ দখল করে স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন স্থানীয় ব্যবসায়ীরা। সম্প্রতি পৌরসভার বিভিন্ন এলাকায় পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এরই ধারাবাহিকতায় ঠাকুর বাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন দ্বিতল ভবন আমানিয়া হোটেল ও আমীর হোসেন গাজীর মালিকানাধীন একতলা ভবন উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে ভবন মালিকদের একাধিকবার নোটিশ করা হয়েছে। তারা সাড়া না দেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com