মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তির দোয়াভাঙ্গায় নিউ লাইফ হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে দোয়াভাঙ্গা পশ্চিম বাজার শরীফ টাওয়ার নিউ লাইফ হসপিটাল উদ্বোধন উপলক্ষে হসপিটাল মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন হোসেনপুর গাউছিয়া নুরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ হযরত মাওলানা রফিকুল ইসলাম, এম এ, আল কাদরী, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, দোয়াভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমেদ, জালাল উদ্দিন, জিয়াউর রহমান পাটোয়ারী, মোঃ কামাল হোসেনসহ বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাকার সুধীজন।
উপস্থিত ছিলেন নিউ লাইফ হসপিটালের এম ডি, মোঃ মিজানুর রহমান, জিএম, রিপন তালুকদার, ম্যানেজার মোঃ জাহেদুল ইসলাম। সার্বক্ষণিক যে ডাক্তার রোগী দেখবেন, মা ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার ইয়াকুব বিন খলিল, স্ত্রী প্রসূতি ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার নিশাত তাসনিম (প্রমি)।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় শাহরাস্তির দোয়াভাঙ্গা এই প্রথম নিউ লাইফ হসপিটালে অভিজ্ঞ ডাক্তার ও উন্নত মানের মেশিনপত্র এবং নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদেরকে সেবা প্রদান করা হবে। এছাড়াও অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী রোগীদেরকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে নিউ লাইফ হসপিটালের সফলতা কামনা করে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম, এম এ, আল কাদরী সাহেব।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com